২৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অভিনেতা গৌরব রায়চৌধুরী ও শ্যামৌপ্তি মুদলির নতুন ওয়েব সিরিজ ‘রঙ্কিনী ভবন’। সিরিজটি শ্যামৌপ্তির ওয়েব-ডেবিউ হিসেবে চিহ্নিত হলেও, গৌরব আগেও ওয়েব প্রজেক্টে কাজ করেছেন। এ নিয়েই উঠেছে প্রশ্ন, নায়ক কি ছোটপর্দা থেকে বিদায় নিলেন?
গৌরব স্পষ্ট করে জানিয়েছেন, “আমি কখনও বলিনি যে ছোটপর্দায় আর কাজ করব না। কিছুদিন হল অন্য ধরনের কাজে মন দিয়েছি। একটি ছবি শুটিং করেছি, এই ওয়েব সিরিজেও অভিনয় করেছি। আমাকে একেবারেই অন্য রকমভাবে দেখা যাবে। তবে ধারাবাহিকে কাজ করা বন্ধ হয়ে যাচ্ছে, তা এখনই বলা যায় না। আমি শিল্পী হিসাবে সব মাধ্যমেই কাজ উপভোগ করি।”
অভিনেতার কর্মজীবন প্রায় ১৪ বছর ধরে ইন্ডাস্ট্রিতে চলেছে। শুরু মঞ্চ থেকে, তারপর ছোটপর্দা ও বড়পর্দা সবই পেরিয়ে গেছেন। ‘পুবের ময়না’ ধারাবাহিকের পর শারমান যোশির সঙ্গে বড়পর্দার ছবিতে অভিনয় করেছেন। শুটিং এখনও চলমান, এবং ভবিষ্যতে আরও প্রজেক্টে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।
গৌরবের কথায় বোঝা যায়, ওয়েব সিরিজের কাজই তাঁর ছোটপর্দা থেকে সম্পূর্ণ বিদায়ের সংকেত নয়। বরং তিনি সব মাধ্যমে শিল্পী হিসেবে নিজেকে পরীক্ষার সুযোগ দেখতে চান।