ভেনেজুয়েলা উপকূল থেকে আরও একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েম নিশ্চিত করেছেন এ তথ্য। এ ঘটনাকে ‘চুরি ও জলদস্যুতা’ বলে অভিহিত করেছে ভেনেজুয়েলা সরকার।
স্থানীয় সময় শনিবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ফুটেজ পোস্ট করেন তিনি। জানান, মাদক ও সন্ত্রাসবাদের অর্থের যোগান বন্ধে, চোরাচালানের বিরুদ্ধে মার্কিন অভিযান অব্যাহত থাকবে।
নোয়েম বলেন, নিষেধাজ্ঞাভুক্ত তেলের অবৈধ পরিবহন বন্ধে যুক্তরাষ্ট্র তৎপর থাকবে। তার ভাষায়, এই তেল ‘এই অঞ্চলে মাদকসন্ত্রাসে অর্থ জোগাতে ব্যবহৃত হচ্ছে’।
এর আগে, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় প্রবেশ ও সেখান থেকে বের হওয়া সব নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজের ওপর ‘সম্পূর্ণ ও সর্বাত্মক অবরোধ’ আরোপের নির্দেশ দেন।
ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘আন্তর্জাতিক জলদস্যুতার গুরুতর উদাহরণ’ হিসেবে উল্লেখ করেছে।
পেন্টাগনের সহায়তায় ভেনেজুয়েলা থেকে রওয়ানা দেয়া জাহাজটি আটক করে মার্কিন কোস্ট গার্ডের সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, অনুমতি নিয়েই জাহাজের ভেতরে ঢুকে তল্লাশি চালায় সেনারা। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই নিয়ে ২য় বার ভেনেজুয়েলার কাছাকাছি এলাকা থেকে তেল ট্যাঙ্কার জব্দ করলো যুক্তরাষ্ট্র।
এমআর/টিকে