বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাধ্য হয়ে দীর্ঘ ১৭-১৮ বছর কষ্টকর নির্বাসিত জীবন কাটিয়েছেন জানিয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমি নিজেও সাড়ে ৯ বছর নির্বাসনে ছিলাম।
আজ রোববার (২১ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে যে অভ্যর্থনা কমিটি করা হয়েছে আমাকে তার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি, যা আমার জন্য গৌরবের।
বিষয়টাকে আমরা এমনভাবে দেশের মানুষের কাছে উপস্থাপন করতে চাই- যেন তার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের খুঁটিটা শক্তিশালী হয়।
তিনি আরও বলেন, জনগণ আমাদের কাছে যে আশা করে সেই আশাগুলোকে-প্রত্যাশাগুলোকে পরিপূরণের জন্য আমাদের একজন নেতা দরকার; সেই নেতা তারেক রহমান। তিনি বাধ্য হয়ে দীর্ঘ ১৭-১৮ বছর কষ্টকর নির্বাসিত জীবন কাটিয়েছেন। আমি নিজেও সাড়ে ৯ বছর নির্বাসনে ছিলাম।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মনে করেন, তিনি (তারেক রহমান) আসবেন বলে সাড়া জাতি অপেক্ষমাণ, তার এই প্রত্যাবর্তনকে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চাই। ব্যক্তিকে শক্তিশালী করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। নেতৃত্ব অবশ্যই থাকবে, কিন্তু ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক করার কোনো প্রচেষ্টা আমরা করবো না। এটা আমাদের অঙ্গীকার।
টিজে/টিকে