সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি। শনিবার বিকেল ৪টায় মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি নোরার গাড়িতে ধাক্কা মারেন। তবে অভিনেত্রী গুরুতর আহত হননি। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন।
নোরা নিজেই সোশাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের জানিয়েছেন, “আমি সুস্থ আছি। সত্যিই গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছিলাম। আমার মাথায় সামান্য চোট লেগেছে, তবে তা ছাড়া আর কোনও ক্ষতি হয়নি। আমি বেঁচে আছি। অনুরোধ, দয়া করে মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না।”
দুর্ঘটনার পর ডাক্তার বিশ্রামের পরামর্শ দেন, কিন্তু নোরা সেই পরামর্শ উপেক্ষা করে সানবার্ন ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন। মঞ্চে উপস্থিত হয়ে বিশ্বখ্যাত ডিজে ডেভিড গেটারের সঙ্গে দর্শকদের মন জয় করেছেন তিনি।
এই বছর সানবার্ন ফেস্টিভ্যাল মুম্বইয়ে অনুষ্ঠিত হয়েছে। ২০০৭ সালে প্রথমবার শুরু হওয়া এই উৎসব সাধারণত গোয়ায় আয়োজিত হতো। পরবর্তীতে পুণেতে আয়োজন হলেও পুনরায় গোয়ায় ফিরে আসে। সাম্প্রতিক বছরগুলোতে উৎসবের জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনই বিভিন্ন সমস্যা এবং নিরাপত্তা বিষয়েও চাপ বেড়েছে।
আরপি/এসএন