সুদানে সন্ত্রাসীদের হামলায় নিহত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত নাটোরের লালপুর উপজেলার সেনাসদস্য কর্পোরাল মাসুদ রানার দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার (২১শে ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নিজ গ্রাম বোয়ালিয়া পাড়ার পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
এর আগে, বিকেল ৩টার দিকে হেলিকপ্টারযোগে তাঁর মরদেহ লালপুর উপজেলার করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনা হয়। সেখান থেকে মরদেহ নেওয়া হয় তাঁর গ্রামের বাড়ি বোয়ালিয়া পাড়ায়। সেখানে সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশসহ এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা ও দাফন শেষে সেনাবাহিনীর সদস্যরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে কর্পোরাল মাসুদ রানার সম্মানে 'গার্ড অব অনার' প্রদান করেন এবং তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসএন