দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপালি পর্দায় ফিরছেন অক্ষয় কুমার-বিদ্যা বালান জুটি। পরিচালক অনীশ বাজমির নতুন সিনেমায় তাদের দেখা যাবে।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, শুধু বিদ্যা নন, অনীশের সঙ্গেও প্রায় ১৪ বছর পর কোনও সিনেমায় কাজ করতে চলেছেন অক্ষয়।
এক সময় ‘হে বেবি’ কিংবা ‘ভুল ভুলাইয়া’র মতো ব্লক বাস্টার সিনেমা উপহার দিয়েছিলেন অক্ষয়-বিদ্যা। সে নস্টালজিয়া আবারও বলিউডে ফিরিয়ে আনতে চাইছেন পরিচালক।
এতদিন অনীশ তার সিনেমায় নায়ক হিসেবে অক্ষয়ের নাম প্রকাশ করলেও নায়িকার নাম আড়ালে রেখেছিলেন। তবে সম্প্রতি তিনি জানিয়েছেন তার সিনেমায় প্রধান নারী চরিত্রে দেখা যাবে বিদ্যাকে।
জানা যায়, সিনেমার নায়ক-নায়িকা চূড়ান্ত হলেও সিনমোটির নাম এখনও চূড়ান্ত হয়নি।
‘জলি এলএলবি ৩’সিনমোর কাজের পর বর্তমানে অক্ষয় ব্যস্ত রয়েছেন‘ভূত বাংলা’ এবং ‘হাইওয়ান’ সিনেমা নিয়ে। অন্যদিকে বিদ্যাকে সর্বশেষ দেখা যায় ‘ভুল ভুলাইয়া ৩’-এ।
এসএন