সংগীতের মঞ্চ থেকে রুপালি পর্দার রাজকীয় স্বীকৃতিতে—আরেকটি ইতিহাস গড়তে চলেছেন মার্কিন পপ আইকন মাইলি সাইরাস। জেমস ক্যামেরনের বহুল আলোচিত সিনেমা ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’-এ গাওয়া আবেগঘন গান ‘ড্রিম অ্যাজ ওয়ান’-এর জন্য পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারের বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন তিনি। সংগীতের শক্তি আর সিনেমার মহিমা সবমিলিয়ে মাইলির এই অর্জন যেন বিশ্বমঞ্চে নতুন করে আলোড়ন তুলেছে।
জানা যায়, পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসব আগামী ২-১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং উদ্বোধনী দিনে ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মাইলি সাইরাসকে এই সম্মাননা তুলে দেওয়া হবে। গানটি মাইলি সাইরাস সহলেখক হিসেবে লিখেছেন। সঙ্গে ছিলেন অ্যান্ড্রু ওয়াট, মার্ক রনসন ও সাইমন ফ্র্যাংলেন। নতুন অ্যাভাটার সিনেমায় প্যান্ডোরার জগতে গানটি গুরুত্বপূর্ণ আবেগ ও দৃশ্যের সঙ্গে মিলিত হয়ে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে।
মাইলির এই অর্জন নিয়ে উৎসবের চেয়ারম্যান নাছাত্তার সিং চাঁদি বলেন, ‘মাইলি সাইরাস এমন একজন শিল্পী যিনি নিজের কাজেই আলাদা পরিচয় তৈরি করেন। ‘ড্রিম অ্যাজ ওয়ান’ ইতিমধ্যেই বিশ্বজুড়ে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। তাকে এই সম্মাননা দিতে পেরে আমরা আনন্দিত।‘
উল্লেখ্য, এর আগে মাইলি সাইরাস ২০২৪ সালের গ্র্যামিতে ‘ফ্লাওয়ার্স’ গানটি পরিবেশন করে সেরা পপ একক পারফরম্যান্সসহ বছরের সেরা রেকর্ড জিতেছেন।
আরআই/টিএ