বলিউডের গ্ল্যামার কুইন ক্যাটরিনা কাইফ, যিনি কঠোর পরিশ্রম দিয়ে দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রির শীর্ষে রাজত্ব করছেন, খ্যাতির স্থায়িত্ব নিয়ে এক অত্যন্ত বাস্তববাদী কথা বললেন। তিনি বিশ্বাস করেন, স্টারডম বা তারকাখ্যাতি কখনোই চিরস্থায়ী নয়, এটি আসা-যাওয়ার খেলা।
ক্যাটরিনা বলেন, "আজ আমি আছি, কাল আমার জায়গায় অন্য কেউ থাকবে। খ্যাতি ক্ষণিকের-তাই অহংকার নয়, নম্র হওয়াই উচিত।"
গ্ল্যামার জগতের চাকচিক্যের মাঝে থেকেও তিনি মাটির কাছাকাছি থাকায় বিশ্বাসী। তাঁর মতে, সময় বদলায়, নতুনরা আসবে এবং পুরনোদের জায়গা নেবে—এটাই প্রকৃতির নিয়ম। তাই নিজের বর্তমান অবস্থান নিয়ে গর্ব বা অহংকার না করে, সবার সাথে ভালো ব্যবহার ও বিনয়ী থাকাই আসল মনুষ্যত্ব। তাঁর এই ধীর-স্থির ও নম্র স্বভাবই ভক্তদের কাছে তাঁকে আরও শ্রদ্ধার পাত্র করে তুলেছে।
আইআর/টিএ