রোমান্টিক গল্পের সফল নির্মাতা প্রদীপ রঙ্গনাথন আবারও পরিচালকের চেয়ারে ফিরছেন। এবার তিনি হাত মেলাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিনাক্ষী চৌধুরীর সঙ্গে। তামিল ও তেলুগু-দুই ভাষায় নির্মিত হতে যাচ্ছে এই রোমান্টিক বিনোদনধর্মী ছবি, যা ইতিমধ্যেই ভক্তদের মধ্যে বেশ আলোচনা তৈরি করেছে।
ছবিটির প্রযোজনায় রয়েছে এ জি এস এন্টারটেইনমেন্ট। পরিকল্পনা অনুযায়ী আগামী দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হওয়ার কথা। প্রেম, হাসি আর আবেগ-এই তিন উপাদানকে কেন্দ্র করেই নতুন গল্প সাজাচ্ছেন প্রদীপ, যা তার আগের ছবিগুলোর ধারাবাহিকতাই বহন করবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ‘লাভ টুডে’, ‘ড্রাগন’ ও ‘ডুড’-একটির পর একটি ছবি বক্স অফিসে শত কোটি টাকার বেশি আয় করে প্রদীপ রঙ্গনাথনকে নতুন প্রজন্মের সফল তারকা নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ‘লাভ টুডে’র পর এবারই আবার পরিচালনায় ফিরছেন তিনি, ফলে প্রত্যাশার পারদ স্বাভাবিকভাবেই অনেক উঁচুতে।
অন্যদিকে মিনাক্ষী চৌধুরী দক্ষিণী চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করছেন ধারাবাহিক কাজের মাধ্যমে। এই ছবিতে প্রদীপের বিপরীতে তার উপস্থিতি দর্শকদের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা হতে চলেছে। নতুন জুটি হিসেবে তাদের রসায়ন নিয়ে আগ্রহের কমতি নেই।
তামিল ও তেলুগু-দুই ভাষায় মুক্তি পাওয়ার কারণে ছবিটি আরও বড় দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্য একটি প্রকল্পের কাজ পিছিয়ে যাওয়ায় এখন সব নজর এই নতুন ছবির দিকেই। অনেকের বিশ্বাস, এই ছবিই প্রদীপ রঙ্গনাথনের জয়যাত্রাকে আরও দীর্ঘ করবে এবং তাকে সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ নির্মাতা হিসেবে আরও পোক্তভাবে প্রতিষ্ঠা দেবে।
আইআর/টিএ