নতুন কাস্টিং চমকে বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ম্যাডক ফিল্মসের আসন্ন ছবি শক্তি শালিনী। এই ছবির প্রধান চরিত্রে দেখা যাবে উদীয়মান অভিনেতা লক্ষ্যকে, তার বিপরীতে থাকছেন অনীত পাড্ডা। এই প্রথম পর্দায় একসঙ্গে কাজ করছেন তারা, আর এই নতুন জুটিই ইতিমধ্যে দর্শক ও ইন্ডাস্ট্রির কৌতূহল বাড়িয়ে দিয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডক ফিল্মস বরাবরই ভিন্নধর্মী গল্প ও সাহসী কনটেন্টের জন্য পরিচিত। শক্তি শালিনী নিয়েও নির্মাতারা আপাতত গল্পের খুঁটিনাটি গোপন রেখেছেন। তবে ছবির নাম শুনেই স্পষ্ট, এখানে নারীকেন্দ্রিক শক্তিশালী এক গল্প উঠে আসতে চলেছে। রহস্য, আবেগ কিংবা অতিলৌকিক কোনো উপাদান-সব মিলিয়ে ম্যাডকের পরিচিত ছকেই তৈরি হচ্ছে এই নতুন প্রকল্প।
লক্ষ্য ও অনীত-দুজনেই নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল মুখ। আলাদা আলাদা কাজের মাধ্যমে তারা নিজেদের জায়গা তৈরি করছেন, আর এই ছবিতে তাদের প্রথম জুটি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকেই।
আগামী দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারির শেষ দিকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। প্রযোজনার প্রস্তুতি এখন পুরোদমে চলছে, প্রায় চূড়ান্ত কাস্ট নিয়েই এগোচ্ছে কাজ। মুক্তির লক্ষ্যও ধরা হয়েছে দুই হাজার ছাব্বিশ সাল।
বিশ্বাসযোগ্য গল্প বলার দক্ষতা, নতুন মুখের সাহসী জুটি আর রহস্যময় বিষয়বস্তু-সব মিলিয়ে শক্তি শালিনী ইতিমধ্যেই দুই হাজার ছাব্বিশ সালের সবচেয়ে আলোচিত নির্মাণাধীন ছবিগুলোর একটি হয়ে উঠছে।
আইআর/টিএ