ফেনীর তিনটি সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন নিলেন ২ জন করে প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৬ জন প্রার্থী। তারমধ্যে ফেনী-১ আসনে ৪ জন, ফেনী-২ আসনে ৬ জন ও ফেনী-৩ আসনে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যেখানে জেলার তিনটি সংসদীয় আসনের প্রত্যেকটিতে বিএনপি থেকে দুইজন করে প্রার্থী মনোনয়ন নিয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ফেনী-১ আসনে এখন পর্যন্ত চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারমধ্যে বিএনপি থেকে মনোনয়ন নিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এস এম কামাল উদ্দিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী গোলাম কিবরিয়া।

ফেনী-২ আসনে মনোনয়ন ফরম নিয়েছেন ছয়জন। এর মধ্যে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন নিয়েছেন অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, বিএনপি থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মশিউর রহমান বিপ্লব, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে সামসুদ্দিন মজুমদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ একরামুল হক ভূঞা ও খেলাফত মজলিশ থেকে মোস্তাফিজুর রহমান।

অন্যদিকে, ফেনী-৩ আসনে মনোনয়নপত্র নিয়েছেন ছয়জন। এর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে শহীদ উদ্দিন মাহমুদ, বিএনপি থেকে দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি, এনসিপির মোহাম্মদ আবুল কাশেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. সাইফ উদ্দিন ও  স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মাহবুবুল হক রিপন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

এদিকে প্রত্যেক আসনে বিএনপির একাধিক প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ নিয়ে চলছে নানা আলোচনা। এ প্রসঙ্গে জানতে কথা হয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমম্বয়ক রফিকুল আলম মজনুর সঙ্গে। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, সাংগঠনিক সিদ্ধান্তে আমার মাধ্যমে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। এছাড়া আগেও নির্বাচনে দলের পক্ষ থেকে একাধিক মনোনয়ন নেওয়া হতো। তারই ধারাবাহিকতায় এবারও নেতাকর্মীরা আমার মনোনয়ন ফরম নিয়েছেন। এটি খুব বেশি গুরুত্বপূর্ণ বা আলোচ্য বিষয় নয়।

মনোনয়ন সংগ্রহের বিষয়ে জানতে চাইলে ফেনী-২ আসনের আরেক প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহীর কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব স্পষ্ট কোন মন্তব্য করতে রাজি হননি। মনোনয়ন নিয়েছেন কিনা সেই বিষয়েও কিছু বলতে রাজি হননি তিনি।

দলীয় প্রার্থীর বিপরীতে মনোনয়ন সংগ্রহের বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি দেশের একটি গণমাধ্যমকে বলেন, দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। তবে দলের মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু যদি নির্বাচন না করেন তখন এ আসনে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটিও দলের সিদ্ধান্ত। বিগত সময়ে দলের জন্য ত্যাগ ও কাজগুলো বিবেচনা করলে আমিও তখন একজন যোগ্য দাবিদার। সেই অবস্থান থেকেই আমার মনোনয়ন ফরম সংগ্রহ করা। 

ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলেন, তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। নির্বাচনে সুন্দর পরিবেশ রক্ষায় প্রশাসন বদ্ধপরিকর। 

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
এ কে খন্দকারের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনের শোক প্রকাশ Dec 22, 2025
img
লামিনে ইয়ামালের বিশ্বসেরা হওয়ার পথে ব্যক্তিগত জীবনের টিপস Dec 22, 2025
img
সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ Dec 22, 2025
img
বিএনপির মনোনয়ন ফরম নিলেন আসলামসহ আরও ১৫ জন প্রার্থী Dec 22, 2025
img
বিকেলে ‘ভোটের গাড়ি’র প্রচার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা Dec 22, 2025
img
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক Dec 22, 2025
img
১০ হাজার রিজার্ভ সেনার বাড়িতে অস্ত্র রাখার পরিকল্পনা করছে ইসরায়েল Dec 22, 2025
img
ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে Dec 22, 2025
img
ইন্দোনেশিয়ায় বাস উল্টে ১৬ জনের মৃত্যু Dec 22, 2025
img
বাফুফের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন Dec 22, 2025
img
১৫ বছর পর বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আবারও চালু করছে জাপান Dec 22, 2025
img

বিবিএস-এর জরিপ

৯৫.৪% শিক্ষা প্রতিষ্ঠান ও ৮৭.৫% স্বাস্থ্যকেন্দ্রে উন্নত পানির উৎস Dec 22, 2025
img
রিমান্ডে নেয়ার সময় কারাগারের গেটে প্রাণ গেল আ. লীগ নেতার Dec 22, 2025
img
মরুভূমির দেশে তুষারের ছোঁয়া, বিরল দৃশ্য দেখল সৌদি আরব Dec 22, 2025
img
নির্বাচনের আগে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা Dec 22, 2025
img
২০২৫ কাঁপিয়েছে যেসব বলিউড সিনেমা Dec 22, 2025
img
ওয়েস্ট ইন্ডিজকে ৩২৩ রানে হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড Dec 22, 2025
img
শরীয়তপুর ও চাঁদপুর নৌরুটে সাড়ে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক Dec 22, 2025
img
পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি অনুমোদন দিলো ইসরায়েল Dec 22, 2025
img
কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা, বিপাকে খেটে খাওয়া মানুষ Dec 22, 2025