জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যে বাংলাদেশ আমরা আশা করেছিলাম, সেই পথে আর দেশ নেই। বলেন, জুলাই অভ্যুত্থান মবক্রেসি নয়। জুলাই অভ্যুত্থানের নামে মব এনসিপি সমর্থন করে না।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীতে এসব কথা বলেন তিনি।
নাহিদ বলেন, জুলাইয়ের স্লোগানের অপব্যবহার করে পরিকল্পিতভাবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে ব্যবহার করে নাশকতা করা হয়েছে।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান মবক্রেসি নয়। পুরো দেশের রাজনীতি, নির্বাচনকে একদিকে প্রভাবিত করতেই মবক্রেসি চলছে। জুলাই অভ্যুত্থানের নামে এমন মব এনসিপি সমর্থন করে না।
কেএন/টিকে