হত্যাকাণ্ডের শিকার হয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন শরিফ ওসমান হাদি। এবার তাঁকে উৎসর্গ করে দুটি গান করেছে ‘বাংলাদেশ রেবেলস’। গান দুটির শিরোনাম ‘এ কোন লাশ যায় না চেনা’ ও ‘আমি হুংকার দিয়ে আসব’। ব্যান্ডটির ভোকাল মালিহা তাবাস্মুম খেয়া বলেন, ‘হাদি ছিলেন নিখুঁত দেশপ্রেমিক।
আমাদের ব্যান্ডের গানগুলো তিনি সব সময় পছন্দ করতেন। ঢাকায় আমাদের শো মানেই হাদি ভাই উপস্থিত! এই দুটি গান তিনি সব সময় গাইবার জন্য বলতেন। সেই কারণে তাঁর পছন্দের গান দুটি আমরা তাঁকেই উৎসর্গ করলাম। এখন থেকে আমাদের ব্যান্ড প্রতিটি শোতে গান দুটি পরিবেশন করবে এবং হাদি ভাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে।
আরআই/টিএ