বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি দীর্ঘদিন সিনেমা থেকে দূরে ছিলেন। দীর্ঘ বিরতি শেষে নতুন সিনেমা নিয়ে নতুন রূপে ফিরছেন তিনি। ইতোমধ্যে তার নতুন সিনেমা ‘টক্সিক’-এর পোস্টার মুক্তি পেয়েছে। এ নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে শুরু হয়েছে উন্মাদনা। রোববার (২১ ডিসেম্বর) অভিনেত্রীর ফার্স্টলুক পোস্টার সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। এরপর থেকেই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিয়ারা আদভানির ছবির পোস্টার শেয়ার করে অভিনেতা ইয়াশ লিখেছেন, নাদিয়া চরিত্রে কিয়ারা আদভানি-একটি বিষাক্ত রূপকথার গল্প; শুধু প্রাপ্তবয়স্কদের জন্য।
সেই পোস্টারে ছবিতে অভিনেত্রী কিয়ারা আদভানিকে কালো রঙের অফ-শোল্ডার গাউন এবং উঁচু কাটের ড্রেসে দেখা গেছে। তিনি একটি ড্যান্স ফ্লোরে স্পটলাইটের নিচে দাঁড়িয়ে আছেন। তার চোখে রয়েছে গভীর বিষণ্ণতা, আর গাল বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। এক রহস্যময় ও যন্ত্রণার এবং অন্ধকার আবহে মোড়া চিত্র ফুটে উঠে তার চেহারায়।
কিয়ারার এই নতুন লুক দর্শকদের মধ্যে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সামাজিক মাধ্যমে নেটিজেনরা অভিনেত্রীর এই লুকের সঙ্গে টিম বার্টন সিনেমার চরিত্র কিংবা হর্লে কুইনের তুলনা করেছেন। এক নেটিজেন মন্তব্য করে বলেছেন, নাদিয়া চরিত্রে কিয়ারা ভীষণ শক্তিশালী। আরেক নেটিজেন বলেছেন, একদম লেডি জোকারের মতো ভাইব!
গীতু মোহন দাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমায় কিয়ারা আদভানির বিপরীতে অভিনয় করছেন ইয়াশ। সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করছেন সুতারিয়া, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত, অক্ষয় ওবেরয়, সুদেব নায়ার প্রমুখ।
সিনেমাপ্রেমী দর্শকদের বাড়তি আকর্ষণ ‘টক্সিক’ সিনেমাটি ছয়টি ভাষায় মুক্তি পাবে। কন্নড় ও ইংরেজি ভাষায় একসঙ্গে শুট করা হয়েছে। সব ঠিক থাকলে সিনেমাটি আগামী ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তি পাবে।
এমকে/এসএন