চট্টগ্রাম বন্দরের আশেপাশে মাফিয়াচক্র আছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে শিপিং কর্পোরেশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
তিনি বলেন, ৪০ বছর বন্দর একই প্রতিষ্ঠানের হাতে ছিল। নতুন কাউকে আসতে দেয়নি। শিপিং করপোরেশন আগে লাভ করতে পারেনি এমন মাফিয়া চক্রের জন্য।
বন্দর উন্নয়নে বিদেশি বিনিয়োগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, সরকার চট্টগ্রামে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করেছে। বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানও দেশের শেয়ার মার্কেটে আসবে। এসব হলে চট্টগ্রামের পাশাপাশি বাংলাদেশ উন্নতি হবে। কাজের সুযোগ বাড়বে।
সভায় আরও জানানো হয়, ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ আয় করেছে শিপিং করপোরেশন।
এসএন