চট্টগ্রামের পটিয়া উপজেলায় চেক প্রতারণা মামলায় পরোয়ানাভুক্ত আসামি জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার কোলাগাঁও ইউনিয়ন বিএনপির (একাংশ) সাবেক সাধারণ সম্পাদক।
সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের চাপড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর হোসেন উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাপড়ী তেতুলতল এলাকার বাসিন্দা ও আহমদ হোসেনের ছেলে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় ওয়ারেন্ট জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পিএ/টিএ