শুটিং সেটে দীর্ঘ সময় কাটানো তারকাদের ভ্যানিটি ভ্যানের অন্দরসজ্জা অনুরাগীদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। বিশেষভাবে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের ভ্যানের ভিতরটা এখন নজর কেড়েছে। অন্দরসজ্জা শিল্পী বিনীতা চৈতন্য জানিয়েছেন, দীপিকার ভ্যানের সাজসজ্জা বাড়ির মতোই পরিপাটি ও খুঁতখুঁতে। “দীপিকা জানে, ও ঠিক কী চায়। আমারও তাই ভ্যানের অন্দরসজ্জা করতে ভালই লেগেছিল,” বলেন তিনি।
দীপিকার দুটি ভ্যান রয়েছে। ছোটটি স্বল্প সময়ের শুটিংয়ের জন্য, আর বড়টি দীর্ঘক্ষণের শুটিংয়ের জন্য ব্যবহার করা হয়। প্রতিটি ভ্যানের অন্দরসজ্জা পুঙ্খানুপুঙ্খভাবে করা হয়েছে যাতে শুটিং চলাকালীন আরাম ও কার্যকারিতা বজায় থাকে।
অন্যদিকে, শাহরুখ খানের ভ্যানটি স্বাচ্ছন্দ্য এবং আরামকেই অগ্রাধিকার দিয়ে সাজানো হয়েছে। বিনীতা জানাচ্ছেন, বাদশার ভ্যানের ভিতরে একটি ছোট জিমও রয়েছে। অর্থাৎ, সেটের বাইরে শরীরচর্চা করার সুযোগও ভ্যানের মধ্যেই রয়েছে। ভ্যানটি যতটা সম্ভব তার স্বাচ্ছন্দ্য বজায় রাখার দিকে মনোযোগ দিয়ে সাজানো হয়েছে।
এমকে/টিএ