টলিউডের বর্ষীয়ান অভিনেতা কৌশিক ব্যানার্জি, যিনি তাঁর স্পষ্টবক্তা স্বভাবের জন্য পরিচিত, এবার তারকা-রাজনীতিবিদদের যোগ্যতা নিয়ে এক চরম বিতর্কিত সত্য সামনে আনলেন। তিনি দাবি করেন, অনেক তারকা রাজনীতিবিদ আছেন, যাদের সাধারণ জ্ঞান বা সমসাময়িক বিষয় নিয়ে ন্যূনতম ধারণাও নেই। কৌশিক ব্যানার্জি বলেন, "আমি এমন অনেক অভিনেতা-অভিনেত্রীকে চিনি, যাঁরা নিয়মিত খবরের কাগজটুকু পড়েন না, সাধারণ জ্ঞানও সীমিত। কিন্তু তারাই কোনও মন্ত্রীর ছত্রছায়ায় থেকে, ইলেকশনে জিতে গিয়েছেন।" তাঁর মতে, নিজস্ব রাজনৈতিক মেধা বা জনসেবার ইচ্ছা নয়, বরং প্রভাবশালীদের হাত ধরেই অনেকে সংসদে বা বিধানসভায় পৌঁছাচ্ছেন। যারা দেশের খবরই রাখেন না, তারা দেশের কাজ করবেন কীভাবে—এই প্রশ্নই পরোক্ষভাবে তুলে দিলেন তিনি। তাঁর এই মন্তব্য টলিউডের রাজনীতিমনস্ক তারকাদের অস্বস্তি যে অনেকটাই বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।
এবি/টিকে