দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তন যাতে নির্বিঘ্নে হয়, সেজন্য বিশেষ প্রার্থনা করেছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা।
সোমবার (২২ ডিসেম্বর) নারায়ণগঞ্জ নগরীর নিতাইগঞ্জের বলদেব আখড়ায় নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সম্ভাব্য প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে এ প্রার্থনা অনুষ্ঠান হয়।
প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় কুমার রায়, সদস্য সচিব কার্তিক ঘোষ। একাত্মতা প্রকাশ করেন নারায়ণগঞ্জ মহানগর জাগো হিন্দু পরিষদের সভাপতি চন্দন দে, সদস্য সচিব জনি ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক অভি রায় প্রমুখ।
এ ছাড়া তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন যাতে নির্বিঘ্নে হয় সেজন্য মো. মাসুদুজ্জামানের উদ্যোগে নগরীর বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মসজিদের মুসল্লি, মাদ্রাসার এতিম শিশু ও আলেমসহ বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ এ দোয়ার আয়োজনে শামিল হন।
ইউটি