ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনার জেরে আজ কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। সম্প্রতি ময়মনসিংহে নৃশংসভাবে খুন হওয়া হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের হত্যার বিচারও দাবি করেছে তারা। এই বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও আগামী বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
বিক্ষোভের সময়ে শুভেন্দু অধিকারী হুমকি দিয়ে বলেছেন, দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডসহ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে যদি উপযুক্ত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে ভারত থেকে এক কেজি পেঁয়াজও ওপারে (বাংলাদেশে) যেতে দেবেন না। ভারতীয় বাংলা সংবাদমাধ্যম এবিপি আনন্দের প্রতিবেদনে লেখা, শুভেন্দু বলেছেন, ‘বদলা চাই।’
বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জনকে কেন্দ্র করে কদিন আগে বাংলাদেশে ভারতবিরোধী বিক্ষোভ হয়েছে। এরপর দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে গত ২০ ডিসেম্বর বিক্ষোভ করেন ২০-২৫ জন ভারতীয়। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে জানান, বিক্ষোভের সময়ে হাইকমিশনে হামলা হয়।
উপদেষ্টা বলেন, ‘দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত সরকার। হাইকমিশনের এত কাছাকাছি বিক্ষোভকারীরা কীভাবে গেল? বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।’ সে সময় তৌহিদ হোসেন আরও বলেছিলেন, ‘ভারত বাংলাদেশের দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে প্রয়োজনে হাইকমিশনার কার্যক্রম সীমিত করতে হতে পারে, তবে আমরা এখনও দিল্লির ওপর আস্থা রাখতে চাই।’
এরপর আজ একদিকে দিল্লিতে অবস্থিত হাইকমিশনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা আসে, অন্যদিকে কলকাতা ও আগরতলায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং শিলিগুড়িতে ভিসা সেন্টারে ভাঙচুর ও তালা লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
কলকাতায় উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন, বিক্ষোভে অংশ নেন শুভেন্দু অধিকারীও। বাংলাদেশের উপ-হাইকমিশনের আগে প্রায় ২০০ মিটার আগে রাস্তায় তাদের বিক্ষোভ আটকে যায় পুলিশের ব্যারিকেডে, এমনই জানাচ্ছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো।
এবিপি আনন্দ প্রতিবেদনে লিখেছে, মিছিলে হাঁটতে হাঁটতে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘পুরো দুনিয়ার হিন্দু এক হোক। হরগোবিন্দ দাস ও চন্দন দাসের সঙ্গে যা করেছিল, তাই করেছে দীপুচাঁদ দাসের সঙ্গে।..এরপরেই তিনি বলে বলেন, মানা হবে না, হিন্দুরা জেগে গিয়েছে। এদেরকে আমরা বদলা নেবই। বদলা চাই। আমি পরিবারকে পরামর্শ দেব, হাইকোর্টে অ্যাপিল করতে। ফাঁসি চাই।’
আজ উঠে গেলেও আগামী ২৬ ডিসেম্বর আবার কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ করার ঘোষণা শুভেন্দু অধিকারী দিয়েছেন বলে জানাচ্ছে এবিপি আনন্দ। পশ্চিমবঙ্গ ও দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ও ভিসা সেন্টারগুলোর সামনে এসব বিক্ষোভ হচ্ছে এমন এক সময়ে, যখন একদিকে বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন ও অন্যদিকে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।
প্রসঙ্গত, আগামী মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এ উপলক্ষে আগামী পশ্চিমবঙ্গ ও আসাম সফরে যাওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র সিং মোদির। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিপরীতে বিজেপির হয়ে লড়বেন শুভেন্দু অধিকারী।
ইউটি