২০২৫ সাল বলিউড ও ওয়েব বিনোদনে নারীপ্রধান ছবির শক্ত অবস্থান আরও স্পষ্ট করে দিয়েছে। এই বছরে আটজন শীর্ষ অভিনেত্রী শুধু সফল ছবিই দেননি, নিজেদের অভিনয়গুণে আধুনিক পর্দা আইকনের নতুন সংজ্ঞা গড়ে তুলেছেন। কমেডি, রোমান্স থেকে শুরু করে সংবেদনশীল সামাজিক নাটক—সব ঘরানাতেই ছিল তাঁদের দৃপ্ত উপস্থিতি।
জাহ্নবী কাপুর একাধিক ছবিতে অভিনয়ের বৈচিত্র্য দেখিয়ে নিজেকে পূর্ণাঙ্গ তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেন। ইয়ামি গৌতম সংযত অথচ দৃঢ় অভিনয়ে গল্পকে এগিয়ে নেন। ধড়ক টু ছবিতে তৃপ্তি দিম্রির আবেগঘন অভিনয় দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। নতুন মুখ অনীত পাড্ডা হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু। কৃতি স্যানন, সানিয়া মালহোত্রা ও রাশমিকা মন্দান্না নিজেদের চরিত্রে গভীরতা ও প্রভাব রাখেন। অন্যদিকে তামান্না ভাটিয়া বাণিজ্যিক সাফল্য ও জনপ্রিয়তায় সংস্কৃতির স্রোত নিয়ন্ত্রণে রাখেন।
এই বছর প্রমাণ করেছে, নারী নেতৃত্বই এখন মূল ধারা।