বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন-বিল সাবমিটের অপশন চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের অনলাইনে বিল দাখিল করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার-৫ (এমপিও) মো. জহির উদ্দিন।
তিনি জানান, স্কুল ও কলেজের ডিসেম্বর-২০২৫ মাসের এমপিও ইএফটি বিল সাবমিট করার অপশন চালু হয়েছে। নির্বিঘ্নে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন পেতে নির্ধারিত সময়ের মধ্যেই বিল সাবমিট করতে হবে।
জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অনলাইনের মাধ্যমে পাঠান। পরে বিল যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বেতন ছাড়ের ব্যবস্থা করা হয়। চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হয়।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও সময়মতো পরিশোধ নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এতে বেতন-ভাতা প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ হয়েছে।
এসকে/টিকে