টলিউড অভিনেত্রী ইধিকা পাল সম্প্রতি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তিনি ও পার বাংলার মাধ্যমে বড়পর্দায় নায়িকা হওয়ার যাত্রা শুরু করেছিলেন এবং প্রথম ছবি ‘প্রিয়তমা’-তে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন। ছবি হিট হওয়ায় তিনি বাংলাদেশে নিয়মিত যাতায়াত করতেন, কিন্তু বর্তমানে দেশের উত্তপ্ত পরিস্থিতির কারণে যাতায়াত কিছুটা সীমিত।
ইধিকা বলেন, ‘‘এরকম একটা দেশ, যাকে আমি খুবই ভালোবাসতে দেখেছি। শিল্প এবং শিল্পীকে সম্মান করতে দেখেছি। পারিপার্শ্বিক মানুষকে ভালোবাসতে দেখেছি। দেশটার মধ্যেই ভালোবাসা দেখেছি। সেই দেশেই যখন সবাই রেগে যাচ্ছে, ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, কোথাও গিয়ে খুব খারাপ লাগছে। আমি এটাই চাইব, খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হোক এবং সবাই শান্তভাবে থাকুন। ভালো থাকুন।’’
তিনি আরও যোগ করেন, মানুষকে মারার বদলে পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিতে থাকার গুরুত্ব অপরিসীম। ইধিকার এই মন্তব্য সামাজিক মাধ্যমে যথেষ্ট প্রতিধ্বনি সৃষ্টি করেছে, কারণ এটি শুধু তার ব্যক্তিগত অনুভূতি নয়, বরং শিল্পী হিসেবে দেশের প্রতি দায়িত্ববোধক মনোভাবকেও ফুটিয়ে তোলে।
টলিউডে অভিনয়ের পাশাপাশি ইধিকা বাংলাদেশের সমাজ ও পরিস্থিতির প্রতি যে সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি রাখেন, তা অনেকের মন ছুঁয়ে গেছে। তিনি প্রার্থনা করছেন দেশের সকল মানুষ যেন শান্তি ও নিরাপদে থাকেন এবং একই সাথে শিল্প ও সাংস্কৃতিক পরিসরও স্বাভাবিকভাবে চলতে থাকে।
আরপি/এসএন