ঢাকা নির্বাচনী প্রচারণায় ভিন্নধর্মী এক নজির সৃষ্টি করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তাসনিম জারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ফান্ডরেইজিং বা তহবিল সংগ্রহের ডাক দিয়ে মাত্র ১৪ ঘণ্টার মধ্যে ২৩ লাখ ৬৮ হাজার টাকা অনুদান পেয়েছেন তিনি।
ডা. তাসনিম জারা জানান, তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য মোট ৪৬,৯৩,৫৮০ টাকা ফান্ডের প্রয়োজন। অভাবনীয় সাড়া পাওয়ায় মাত্র ১৪ ঘণ্টাতেই লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি অর্থ সংগৃহীত হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হয়ে গেলেই তারা অনুদান গ্রহণ বন্ধ করে দেবেন।
এর আগে মাত্র ৭ ঘণ্টায় ১২ লাখ টাকা জমা হওয়ার খবর জানিয়েছিলেন তিনি। জনসাধারণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে 'কল্পনাতীত' উল্লেখ করে তিনি সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তহবিল সংগ্রহের পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতার সাথে পরিচালনা করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন ডা. জারা। এ লক্ষ্যে তিনটি বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি টাকার হিসাব বা রেকর্ড রাখার সুবিধার্থে কেবল বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান নেওয়া হচ্ছে, সংগৃহীত অর্থের তথ্য নিয়মিতভাবে জনগণকে জানানো হবে এবং পরবর্তীতে তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে, সংগৃহীত অর্থ কোন খাতে কত ব্যয় হচ্ছে, তার পূর্ণাঙ্গ বিবরণও জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে।
বিকাশ অ্যাপের লেনদেনের সীমা অতিক্রম করায় অনেক শুভাকাঙ্ক্ষী অনুদান পাঠাতে সমস্যায় পড়ছেন। এমন পরিস্থিতিতে ডা. জারা অনুদানদাতাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে।
এসএন