মারিয়া সোল মেসি; সম্পর্কে তিনি আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসির বোন। আগামী মাসে ইন্টার মায়ামির যুব দলের কোচ হুলিয়ান আরেয়ানোর সঙ্গে বিয়ের কথা ছিল মারিয়ার। তবে গুরুতর এক সড়ক দুর্ঘটনায় আপাতত সেই বিয়ে স্থগিত করা হয়েছে।
তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে। সেইসঙ্গে মেরুদণ্ডের কশেরুকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনার কারণে মারিয়ার বিয়ের দিনও পেছানো হয়েছে। আগামী ৩ জানুয়ারি বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমে খবর, মারিয়া নিজেই এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। পাশাপাশি তার মা সেলিয়া এবং আর্জেন্টিনার সাংবাদিক ও টিভি উপস্থাপক আনহেল দি ব্রিতো দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। মারিয়া এখন বিপদমুক্ত। তবে আঘাত থেকে সুস্থ হয়ে উঠতে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাকে।
মারিয়া সোলের বিয়ে আগামী ৩ জানুয়ারি ইন্টার মিয়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচ জুলিয়ান তুল্লি আরেলানোর সঙ্গে হওয়ার কথা ছিল। দুর্ঘটনা ও দীর্ঘ পুনর্বাসনের প্রয়োজন হওয়ায় অনুষ্ঠানটি আপাতত স্থগিত করা হয়েছে।
পেশাগত জীবনে মারিয়া একজন ফ্যাশন ডিজাইনার। তিনি নিজের ব্র্যান্ড গড়ে তুলেছেন এবং ভাই মেসির কয়েকটি প্রকল্পেও কাজ করেছেন, যদিও ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সাধারণত প্রচারের বাইরে থাকেন। এ ঘটনায় এখনো লিওনেল মেসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আরআই/টিএ