বিপিএল খেলতে গতকাল রাতে বাংলাদেশে এসেছেন মোহাম্মদ আমির। সিলেট টাইটানসের সতীর্থদের সঙ্গে আজ অনুশীলনও করেছেন পাকিস্তানের সাবেক পেসার। দ্বাদশতম সংস্করণে বাঁহাতি পেসারকে সতীর্থ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত ইবাদত হোসেন।
সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগ মাতানো আমিরের কাছে দলের চাওয়া কি তা আজ জানিয়েছেন ইবাদত।
বাংলাদেশি পেসার বলেছেন, ‘আমরা আমিরের কাছ থেকে নেওয়ার চেয়ে তার আমাদের দলকে দেওয়ার অনেক কিছু আছে। তাঁর অভিজ্ঞতা অনেক। টি-টোয়েন্টিতে ৪০০-এর বেশি উইকেট পেয়েছেন। তিনি যেন সেই অভিজ্ঞতাটা যাতে এই টিমের হয়ে কাজে লাগাতে পারেন। আশা করি, বিপিএলে আমির নিজের সেরাটা দেবেন।’
স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩৪৮ ম্যাচ খেলা আমির দলে যোগ দেওয়ায় সিলেটের বোলিং বিভাগ বেশ শক্তিশালী বলে জানিয়েছেন ইবাদত। তিনি বলেছেন, ‘‘আমার মনে হয় বোলিংটা একটু বেশি ভালো। যেহেতু আমির ভাই আছেন।
এছাড়া আমি, খালেদ, শহিদুল, রেজাউর, সবাই পারফর্মার এখানে। আমাদের দলটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। সবাই যদি মাঠে ভালো পারফর্ম করতে পারে তাহলে ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব।’
বিপিএলে কখনো শিরোপা জিততে পারেনি সিলেট। এবার হবে এমনটা জানিয়ে ইবাদত বলেছেন, ‘আমাদের এবারের থিমই হচ্ছে-‘এবার কিন্তু অইজিবো’ (এবার কিন্তু হয়ে যাবে)।
এর মানে, আমাদের টিমের একটা পজিটিভ ভাইব। এটা শোনার পর মনে হয় এই বছর আমরা চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। এই থিমটা নিয়েই আমরা এগোচ্ছি। আল্লাহ যদি সাহায্য করেন, আমরা এবার চ্যাম্পিয়ন হব।’
আরআই/টিএ