এমটিবি আন্তর্জাতিক মাস্টারস দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় চ্যাম্পিয়ন হয়েছেন। নীড় শিরোপা জিতেছেন ৯ খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে। ছয় পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে তিতাস ক্লাবের ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ রানার-আপ এবং ভারতের বিভর আদাক তৃতীয় স্থান লাভ করেন।
রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় ১০ জন দাবাড়ু অংশগ্রহণ করেছেন। এর মধ্যে বাংলাদেশের ৬, ভারতের ৩ ও নেপালের ১ জন। বিজয়ীদের নগদ এক লাখ টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়। চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় চল্লিশ হাজার টাকা, রানার-আপ ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৩০ হাজার টাকা, তৃতীয় বিভর আদাক ২০ হাজার টাকা ও চতুর্থ আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন ১০ হাজার টাকা অর্থ পুরস্কার পেয়েছেন।
আজ (মঙ্গলবার) শেষ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় বিভর আদাকের সঙ্গে, আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন ফিদে মাস্টার গুরপ্রিত পাল সিংয়ের সঙ্গে, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামের সঙ্গে এবং ক্যান্ডিডেট মাস্টার সিলওয়াল পুরুষোত্তম অর্পন রায়ের সঙ্গে ড্র করেন। ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ পরাজিত করেন অমিত বিক্রম রায়কে।
এবি/টিকে