মুফতি মনির হোসাইন কাসেমী

আমরা সবাই বুকে বুক মিলিয়ে ধানের শীষ ও খেজুরগাছ প্রতীক নিয়ে কাজ করব

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর ঐক্যের বার্তা দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মুফতি মনির হোসাইন কাসেমী। তিনি বলেছেন, ধানের শীষ ও খেজুরগাছ প্রতীক নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সাইনবোর্ড চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি কাসেমী বলেন, আজ থেকে আমরা সবাই বুকে বুক মিলিয়ে ধানের শীষ ও খেজুরগাছ প্রতীক নিয়ে কাজ করব। এটি একটি গণতান্ত্রিক দেশ। যে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন- এটি তার অধিকার। তবে ইনশাআল্লাহ, ধানের শীষ ও খেজুরগাছের কাছে তারা টিকতে পারবে না।

সবাইকে সঙ্গে নিয়ে বিজয় অর্জনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে চান বলে দিনি জানান।

এর আগে একই দিন রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে এক বৈঠক শেষে নারায়ণগঞ্জ-৪ আসনে কাসেমীর নাম জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়নে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী ছিলেন মুফতি মনির হোসাইন কাসেমী। সে সময় তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। তবে এবার নির্বাচন কমিশনের সংশোধিত বিধিমালা অনুযায়ী তিনি নিজ দলের প্রতীক খেজুরগাছ নিয়ে নির্বাচনে অংশ নেবেন।

মুফতি কাসেমী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব এবং জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম। তিনি এর আগে হেফাজতে ইসলাম বাংলাদেশের অর্থ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলের একাধিক প্রভাবশালী নেতা। তাদের মধ্যে উল্লেখযোগ্য, সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, ব্যবসায়ী নেতা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ আলম, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী

এছাড়াও জেলা ও থানা পর্যায়ের আরও কয়েকজন সক্রিয় নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা হলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

মনোনয়ন না পেলেও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ আলম এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন।

এমআর/টিএ  

Share this news on:

সর্বশেষ

img
তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেল লিবিয়ার সেনাপ্রধানের Dec 24, 2025
img
লিবিয়ার সেনাপ্রধান আল-হাদদাদকে বহনকারী বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন Dec 24, 2025
img

চিফ প্রসিকিউটরকে ট্রাইব্যুনাল

আপনি কথায় কথায় দাঁড়িয়ে যান কেন? Dec 24, 2025
img
আমজনতার দলের সদস্য হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়ামী লীগ নেতা Dec 24, 2025
img
২ ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি Dec 24, 2025
img
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল নিউজিল্যান্ড Dec 24, 2025
ফের রাজপথে আজমেরী হক, শিল্পী সমাজের সক্রিয় বার্তা Dec 24, 2025
ভিন্ন ধাঁচে ‘ডিসেম্বর মুড’-এ জয়া আহসান Dec 24, 2025
সহিংসতায় উদ্বিগ্ন দেব, শান্তির পক্ষে দৃঢ় অবস্থান Dec 24, 2025
খনিজ সম্পদ নয় জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড লাগবে: ট্রাম্প Dec 24, 2025
“মুক্তিযুদ্ধ বাংলাদেশের”—কর্নেল হাসিনুরের কথার সঙ্গে একমত পোষণ মুক্তিযোদ্ধা সৈয়দ ইবরাহিমের Dec 24, 2025
পাকিস্তানের কাছে লজ্জাজনক হারের ব্যাখ্যা চায় বিসিসিআই Dec 24, 2025
ভারত সাহায্য চেয়েছে, বিস্ফোরক দাবি পাকিস্তানের সাবেক তারকার Dec 24, 2025
ঢাকার কোচিং প্যানেলে স্থানীয় কোচদের আধিক্য Dec 24, 2025
img
বাংলাদেশের রাজনীতির ইতিহাস প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস: নাহিদ ইসলাম Dec 24, 2025
img
কাবুলের রাস্তায় একা হাঁটতে পারেন না রশিদ খান Dec 24, 2025
img
ব্যাটিং পেলেন না সাকিব, গালফ জায়ান্টসকে ৮ উইকেটে হারাল এমআই এমিরেটস Dec 24, 2025
img
এ ভূখণ্ডের ভবিষ্যৎ গ্রিনল্যান্ডই নির্ধারণ হবে : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী Dec 24, 2025
img
মৌলভীবাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ১ লাখ ১০ হাজার টাকা Dec 24, 2025
img
মাদুরো যদি তেড়িবেড়ি করে, এবারই শেষবারের মতো তেড়িবেড়ির সুযোগ পাবে: ডোনাল্ড ট্রাম্প Dec 24, 2025