আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে গণঅধিকার পরিষদের শীর্ষ দুই নেতা নুরুল হক নুর ও রাশেদ খানকে মনোনয়ন দেওয়া হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ঘোষণা অনুযায়ী, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসন থেকে বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। একই সঙ্গে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ-৪ আসনে প্রার্থী করা হয়েছে।
এ নিয়ে জোট ও শরিক দলগুলোর জন্য বিএনপি মোট সাতটি আসন ছেড়ে দিয়েছে। এসব আসনে বিএনপি নিজস্ব কোনো প্রার্থী দেবে না; বরং জোট শরিকদের সমর্থন করবে। ছাড় দেওয়া আসনগুলোর মধ্যে রয়েছে—ঢাকা-১২ থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া-২ থেকে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালী-৩ থেকে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ থেকে রাশেদ খান, ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে জোনায়েদ সাকি, পিরোজপুর-১ থেকে জাতীয় পার্টি (কাজী জাফর) নেতা মোস্তফা জামাল হায়দার এবং যশোর-৫ থেকে মুফতি রশিদ বিন ওয়াক্কাস।
এর আগে রাশেদ খান গণমাধ্যমকে জানান, গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তার মনোনয়নের বিষয়টি চূড়ান্ত হয়। ওই আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ ঝিনাইদহ জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে ঝিনাইদহ-৪ আসনে জনসভা করবেন—এই শর্তে তিনি ওই আসন থেকে প্রার্থী হতে সম্মত হয়েছেন। বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকেই ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।