আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা রিকশায় করে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের আমির হামজা বলেন, হত্যাকাণ্ড কখনো সমর্থন করি না যারা ঘটিয়েছে আমরা তাদের বিচার চাই। বর্তমানে যে হত্যাকাণ্ড ঘটছে এগুলোর মধ্যে দেশি-বিদেশি চক্রান্ত আছে।
অনেকে চাচ্ছে নির্বাচন পিছিয়ে যাক এবং দেশটা অন্যের হাতে চলে যাক। নির্বাচিত সরকার না আসলে কি হয় আমরা তো দেখেছি সুতরাং এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই এবং নির্বাচনে যে তারিখ দেওয়া আছে আশা করি এই তারিখেই নির্বাচন হয়ে যাবে।
তিনি আরো বলেন, আমরা অনেকদিন ধরে মাঠে আছি, সে হিসাবে নির্বাচনের পরিবেশ যেভাবে চলছে এভাবে চললে আমরা আশাবাদী জয়ী হব। আমাদের দুইটা থানায় প্রত্যেক ঘরের দুয়ারে আমি গিয়েছি, কেউ হতাশ করেননি। মানুষের যেভাবে সাড়া পেয়েছি আশা করছি বিপুল ভোটে জয়ী হব।
এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, শহর জামাতের আমির এনামুল হকসহ দলের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইউটি/টিএ