টেলিভিশনের জনপ্রিয় কৌতুকশিল্পী ভারতী সিংহ ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার দ্বিতীয় পুত্রসন্তানের নাম রাখা হয়েছে কাজু। সদ্যোজাতকে জন্মের পরেই চিকিৎসকেরা কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখেন।
ভারতী প্রথমবার নিজের কোলে সন্তানের সঙ্গে সাক্ষাৎ করার মুহূর্তটি কল্পনাতীত আবেগে ভরা ছিল। তিনি নিজের চোখে কাজুকে দেখে কেঁদে ফেলেন, সন্তানকে জড়িয়ে ধরে মুহূর্তের মধুরতা অনুভব করেন। ভারতী তাঁর ইউটিউব চ্যানেলে এই মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায়, নার্স কাজুকে প্রথম কোলে তুলে দেন, এরপর ভারতীর চোখে জল ধরে রাখতে পারে না।
ভিডিওতে ভারতী বলেন,
“অবশেষে কাজুর সঙ্গে দেখা হল। কী মিষ্টি! কিছুক্ষণ আগে গোলা আর হর্ষও এখানে ছিল। আর একটু আগে কাজুকে নিয়ে এলে ওদের সঙ্গেও দেখা হয়ে যেত।”
চিকিৎসকেরা কাজুর স্বাস্থ্য পরীক্ষা শেষে আশ্বস্ত করেছেন যে সে সুস্থ আছে। ভারতীও বললেন,
“কাজু সুস্থ আছে। ঈশ্বরের কৃপায় ও যেন সব সময়ে সুস্থ থাকে। ও খুব সুন্দর ও মিষ্টি একটা বাচ্চা।”
জানা যায়, ১৯ ডিসেম্বর হঠাৎ ওয়াটারব্রেক হওয়ায় ভারতীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল এবং সেই দিনই তিনি পুত্রসন্তানের মা হন। বর্তমানে তিনি বলেন, বড় ছেলে গোলা-র প্রতি এখনও সন্তানের প্রেমের অনুভূতি সবচেয়ে বেশি।
এমকে/টিএ