নোয়াখালীতে অগ্নিকাণ্ডে চৌদ্দ দোকান পুড়ে ৫০ লাখ টাকার ক্ষতি

নোয়াখালীর সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ১৪ দোকান পুড়ে গেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার ভোরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক চৌমুহনী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মাইজদী, চৌমুহনী ও সুবর্ণচর থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাইজদী, চৌমুহনী ও সুবর্ণচর থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নেভায়। এর আগেই বাজারের ১৪টি দোকান পুড়ে যায়। এতে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো- নুর উদ্দিন সাইকেল মার্ট, নাহিদ লাইব্রেরি, আফসার হার্ডওয়ার, হাজী আবদুল কাইয়ুম ইলেকট্রনিক্স, আবদুর রব স্টোর, সহিদ ভেটেরিনারি হাউজ, মিলন হোটেল, পিতু সাহা স্টোর, জামাল ফার্মেসি, মনির স্টোর, মহিউদ্দিন স্টোর, আবুল কাশেম পান বিতান, কালাম টেইলার্স ও হাজী মোতাহের স্টোর।

মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক জানান, খবর পেয়ে মাইজদী থেকে তিনটি, চৌমুহনী থেকে একটি ও সুবর্ণচর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম সরদার জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার লক্ষ্যে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) একটি তালিকা করতে বলা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: