চট্টগ্রাম রয়্যালসে নাম লেখানো ক্রিকেটারদের কী হবে? ট্রায়াঙ্গুল সার্ভিসেস আর্থিক সীমাবদ্ধতার কথা জানিয়ে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা ছাড়ার পর এই প্রশ্ন উত্থাপিত হওয়া খুবই স্বাভাবিক। ক্রিকেটারদের বিপিএল ভবিষ্যৎ নিয়ে শঙ্কা কেটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চট্টগ্রামের দায়িত্ব নেওয়ায়।
দায়িত্ব নিয়ে বিসিবি হাবিবুল বাশার সুমনকে চট্টগ্রামের টিম ডিরেক্টর করেছে। ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়েছেন নাফিস ইকবাল, কোচ হিসেবে আছেন মিজানুর রহমান বাবুল। বাবুল চট্টগ্রামের দায়িত্ব নিতে এরইমধ্যে ঢাকা থেকে রওনা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
বিসিবি দায়িত্ব নেওয়ার পরও একটা প্রশ্ন ছিল। মালিকানা বদল হওয়া চট্টগ্রামের খেলোয়াড়রা কি চুক্তি অনুযায়ী সব টাকা পাবেন? এই দলটি ১ কোটি ১০ লাখ টাকা দিয়ে দলে ভিড়িয়েছিল নাইম শেখকে। নাইম বিপিএল নিলামে সর্বোচ্চ দামি খেলোয়াড়। চট্টগ্রাম নিলাম থেকে কিনেছে শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়দেরও।
মিঠু নিশ্চয়তা দিলেন, যেরকম চুক্তি হয়েছে, সেটা অনুযায়ীই নাইম-শরিফুলরা পারিশ্রমিক পাবেন। গণমাধ্যমে তিনি বলেন, ‘এটা প্লেয়ারদের সঙ্গে কথা হয়েছে। অকশনে যা হয়েছে, সেটা আমরা সম্পূর্ণ কভার করব। চুক্তিপত্র দেখালে, সেটা যে কেউ হতে পারে, কোচ হতে পারে, সেটা অনুযায়ী আমরা পারিশ্রমিক দেব।’
পারিশ্রমিক ইস্যুতে জটিলতা সৃষ্টি হওয়ায় চট্টগ্রামের বিদেশি ক্রিকেটারদের নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। একাদশে কমপক্ষে দুজন বিদেশি রাখার নিয়ম। মিঠু জানালেন, দুজন বিদেশি প্লেয়ার আসছেন, একজন এরইমধ্যে ঢাকায় পা রেখেছেন। একজন আফগানিস্তানের, আরেকজন সংযুক্ত আরব আমিরাতের।
সিলেটে আগামীকাল সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের ১২তম আসর। একই দিন চট্টগ্রাম মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেসের।
এসকে/এসএন