শাহজালাল বিমানবন্দরে বিনামূল্যে টেলিফোন সেবা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে টেলিফোন সুবিধা চালু করা হয়েছে। এখন থেকে দেশি ও বিদেশী সকল বিমানযাত্রী বিমানবন্দরে নেমে কোনো চার্জ ছাড়াই টেলিফোন সেবা গ্রহণ করতে পারবেন।

জানা গেছে, শাহজালাল বিমানবন্দরকে যাত্রীবান্ধব করতে ফ্রি টেলিফোন সেবা চালু করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের উদ্যোগে শাহজালাল বিমানবন্দরে এরই মধ্যে ফ্রি টেলিফোন বুথ স্থাপন করেছে বিটিসিএল।

বিটিসিএল জানিয়েছে, বিমানবন্দরের ভেতরে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির বিক্রয় কেন্দ্র থেকে পাসপোর্ট ইস্যু করে সিম কিনে এই বুথ থেকে যে কেউ কথা বলতে পারবেন।

 

টাইমস/এসএন

Share this news on: