ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। ক্যারিয়ারে অসংখ্য প্রাপ্তি তাঁর কাছে ধরা দিলেও অধরা থেকে গেছে ফুটবল বিশ্বকাপের ট্রফি। ৪১ বছর বয়সে সেই বিশ্বকাপ রোনালদোর হাতে উঠুক তাঁর সমর্থকরা এটাই চাইবেন। এবার রোনালদোর পক্ষে সেই আশার বাণী শুনালেন, ফ্রান্সের বিশ্বকাপ জয়ী সাবেক ডিফেন্ডার ফ্রাঙ্ক লোবাফ।
ফ্রান্সের বিশ্বকাপ জয়ী সাবেক এই ডিফেন্ডারের চাওয়া, লিওনেল মেসির ২০২২ বিশ্বকাপের অর্জনের মতোই আগামী বিশ্বকাপ জিতুক পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা থেকে ফ্রান্সের সাবেক ফুটবলারের প্রত্যাশা, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপটি যেন ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য বিশেষ হয়ে ওঠে। গোল ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে লোবাফ বলেন, বিশ্বকাপ জিততে পারলে রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ার আরও পূর্ণতা পাবে।
১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা লোবাফ মনে করেন, বিশ্বকাপ জয়ের মাহাত্ম্য আলাদা। গোলডটকম দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রোনালদো যা অর্জন করেছেন, তা অসাধারণ। তবে মেসি যখন বিশ্বকাপ জিতেছেন, তখন বিষয়টি আরও বেশি গুরুত্ব পেয়েছে। ২০২২ বিশ্বকাপটা মেসির জন্যই ছিল। আমি চাই, ২০২৬ বিশ্বকাপটা রোনালদোর জন্য হোক।’
বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকা মনে করেন, পর্তুগালের দল যথেষ্ট শক্তিশালী এবং সঠিক পরিকল্পনা করলে রোনালদোকে নিয়েই বিশ্বকাপ জেতা সম্ভব। তবে সবচেয়ে বড় প্রশ্ন রোনালদোকে কীভাবে ব্যবহার করা হবে।
ইউরো ২০২৪–এ কিছু ম্যাচে বেঞ্চে বসতে হয়েছিল রোনালদোকে। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে লেবাফ বলেন, ‘আমি বিশ্বাস করি ও ফিট থাকবে, ভালো খেলবে, এবং মাঠে তাকে রেখে পর্তুগালের বিশ্বকাপ জেতার সুযোগ থাকবে। বিশ্বকাপেও কোচ রবার্তো মার্তিনেজকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। টানা কয়েক দিন পরপর ম্যাচ খেলা একজন ৪১ বছর বয়সী ফুটবলারের জন্য সহজ নয়।’
আরআই/এসএন