২০২০ সালে অভিনয়জগতের এক অমর নক্ষত্র ইরফান খান আমাদের ছেড়ে চলে যান। প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা হিসেবে তিনি আজও দর্শকের হৃদয়ে জীবিত। তাঁর অভিনীত প্রতিটি চরিত্র আজও মনে গেঁথে আছে। শেষবার তাঁকে দেখা গেছে হোমি আদাজানিয়ার ‘অংরেজ়ি মিডিয়াম’ ছবিতে। তবে সেই শুটিংয়ের পেছনের কাহিনী অনেকটাই ছিল কষ্ট আর সংগ্রামের ছবি।
সম্প্রতি পোশাকশিল্পী স্মৃতি চৌহান এক সাক্ষাৎকারে জানালেন, ছবির শুটিং চলাকালীন ইরফান প্রচণ্ড শারীরিক যন্ত্রণা ভোগ করতেন। ধীরে ধীরে তাঁর শরীর ‘শুকিয়ে’ যাচ্ছিল। প্রতিদিন এমন অসুস্থ হতেন যে শুটিং বাতিল করতে হত। স্মৃতি বললেন, “শুটিং চলাকালীন ইরফান বলেছিলেন, ‘স্মৃতি, আমার খুব শীত করছে’। তিনি লন্ডনের একটি সংস্থার শীতবস্ত্রের নাম জানিয়ে আমাকে এনে দিতে বলেছেন। এরপরও প্রায় সব দৃশ্যে বাড়তি কাপড় পরাতে হত। শরীরের দুর্বলতা এতটাই বাড়ছিল যে সেটে নিজে পৌঁছানোও অনেক সময় কঠিন হয়ে যেত। শরীরে যন্ত্রণা বাড়লেই খানিকটা বিরতি নিতে বাধ্য হতেন।”
২০১৮ সালে ক্যানসার ধরা পড়ার পর থেকেই তাঁর স্বাস্থ্য ক্রমশ দুর্বল হতে থাকে। তারপরও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত পেশাদারিত্বের সঙ্গে অভিনয় চালিয়ে যান। ‘অংরেজ়ি মিডিয়াম’-এর শুটিং ছিল সেই সংগ্রামের সাক্ষ্য, যেখানে প্রতিটি দৃশ্যে তাঁর অদম্য ইচ্ছাশক্তি ও দৃঢ়তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়। পরিবার ও প্রিয়জনদের সমর্থনে শুটিং চালিয়ে যাওয়া, অসুস্থতার মধ্যেও ক্যামেরার সামনে উপস্থিত থাকা এ সবই ইরফান খানের অমর পেশাদারিত্বের প্রতিচ্ছবি।
আরপি/এসএন