ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না বলে জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
শুক্রবার (২৬ ডিসেম্বর) শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি চলাকালে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, বিচারের দাবিতে প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপন করা হবে।
এ সময়, ওসমান হাদির ভাই ওমর বিন হাদি বলেন, এই সরকারের হাদি হত্যার বিচারে আগ্রহ নেই। বিচার না হলে যমুনা ঘেরাও এবং ক্যান্টনমেন্ট অভিযুখে লং মার্চের হুঁশিয়ারিও দেন তিনি।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার ওপর চাপ থাকলে বা তাকে দেশের গোয়েন্দা সংস্থা সাহায্য না করলে আন্তর্জাতিক তদন্ত সংস্থাকে যুক্ত করতে হবে।
এদিকে, দুপুরে জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে সংগঠনটির নেতা-কর্মীদের পাশাপাশি যোগ দেন সাধারণ শিক্ষার্থী ও জনতা।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাকে সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। সবশেষ গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যু হয় তার।
টিজে/টিকে