স্প্যানিশ ফুটবলের বহুল আলোচিত 'নেগ্রেইরা কেলেঙ্কারি' নতুন মোড় নিয়েছে। বার্সেলোনার ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত সব ধরনের আর্থিক নিরীক্ষা প্রতিবেদন, ফরেনসিক বিশ্লেষণ এবং অভ্যন্তরীণ তদন্তের পূর্ণাঙ্গ কপি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়ালের দাবি, সাবেক রেফারি কর্মকর্তা হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরাকে দেওয়া বিপুল অর্থের উৎস এবং এর বৈধতা যাচাই করতে বিশ্বখ্যাত অডিট প্রতিষ্ঠানগুলোর (কেপিএমজি, পিডব্লিউসি, ডেলয়েট) করা প্রতিবেদনগুলো পর্যালোচনা করা জরুরি।
সাবেক লা লিগা রেফারি জাভিয়ার এসত্রাদা ফের্নান্দেসের মাধ্যমে আদালতের কাছে এই আবেদন জানিয়েছে লস ব্লাঙ্কোসরা। তারা মূলত ২০২৩ সালে বার্সেলোনার জমা দেওয়া ৬০০টির বেশি আর্থিক নথির পূর্ণ অধিকার চাইছে। রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ একে ফুটবল ইতিহাসের ‘সবচেয়ে বড় কেলেঙ্কারি’ বলে অভিহিত করেছেন। তিনি স্পেনের রেফারিং কাঠামো ও ফুটবল কর্তৃপক্ষের নিরপেক্ষতা নিয়ে কঠোর সমালোচনা করেন।
পেরেজের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা। তিনি দাবি করেছেন, বার্সেলোনার সাফল্যে ঈর্ষান্বিত হয়েই রিয়াল মাদ্রিদ এমন 'মিথ্যা প্রচারণা' চালাচ্ছে।
লাপোর্তার মতে, মাঠের প্রতিদ্বন্দ্বিতায় পেরে উঠতে না পেরেই রিয়াল এখন আদালতের আশ্রয় নিয়ে বার্সার ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। দুই ক্লাবের এমন অনড় অবস্থানে স্প্যানিশ ফুটবল বিশ্বে উত্তাপ চরমে পৌঁছেছে।
এমআর/টিকে