বর্তমান সময়ের কমেডি আর থ্রিলার নাটকের ভিড়ে নব্বইয়ের দশকের সেই পারিবারিক গল্পের স্বাদ নিয়ে ফিরছেন দুই গুণী শিল্পী আবুল হায়াত ও ডলি জহুর। জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন নাটক ‘লাইফ ইজ বিউটিফুল’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি নতুন বছর উপলক্ষে মুক্তি পাবে।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, বর্তমানে দর্শকরা পারিবারিক গল্পের নাটকে শান্তি খুঁজে পান। দীর্ঘ ২৪ বছর ধরে আমি ভালোবাসা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে কাজ করছি। প্রযোজক জামাল হোসেন ভাই আমাকে নব্বইয়ের দশকের সেই চিরচেনা আবেগ নিয়ে একটি কাজ করতে বলেন। সেই ভাবনা থেকেই এই আয়োজন।
বরেণ্য অভিনেতা আবুল হায়াত নির্মাতার প্রশংসা করে বলেন, চয়নিকা সব সময় খুব সচেতন ও বিচক্ষণ। তার কাজের প্রাণ হচ্ছে গল্পের বুনন। ডলির সঙ্গে অনেক দিন পর কাজ করে ভালো লাগল। নাটকটি নিয়ে আমি আশাবাদী।
একইভাবে নিজের স্বাচ্ছন্দ্যের কথা জানালেন ডলি জহুর। বলেন, হায়াত ভাই এ দেশের অভিনয় জগতের একজন কিংবদন্তি। তার সঙ্গে বহু কাজ করেছি। আমরা গল্পের ছলে খুব স্বাচ্ছন্দ্যে কাজটি শেষ করেছি। নাটকটি প্রচার হলে দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।
নির্মাতা সূত্রে জানা গেছে, তিন দিনের দৃশ্যধারণ শেষে বর্তমানে নাটকটির সম্পাদনার (এডিটিং) কাজ চলছে। সব ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই দর্শকরা ইউটিউবে দেখতে পাবেন নাটকটি।
আরআই/টিএ