ভারতের গোয়ালিয়রে সংগীতশিল্পী কৈলাস খেরের কনসার্টে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। একসময়ে দর্শকদের আচরণও অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। ফলে ক্ষুব্ধ হয়ে মাঝপথেই অনুষ্ঠান বন্ধ করে মঞ্চ ত্যাগ করেন এই জনপ্রিয় গায়ক।
সম্প্রতি দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে। এমনকি এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যায়, মঞ্চে কৈলাস খের গান শুরু করতেই একদল দর্শক নিরাপত্তার ব্যারিকেড ভেঙে হঠাৎ মঞ্চের খুব কাছে চলে যান এবং নিরাপত্তারক্ষীদের বাঁধা উপেক্ষা করে মঞ্চ ঘিরে ফেলেন তারা। দর্শকদের এমন হুড়োহুড়িতে শিল্পী ও তার বাদ্যযন্ত্রের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে অনুষ্ঠানটি থামানো হয়।

পরিস্থিতি যখন আরও বেগতিক হয়ে যায়, তখন তিনি গান থামিয়ে দর্শকদের শান্ত হওয়ার অনুরোধ করেন। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের উদ্দেশে তিনি কড়া বার্তা দিয়ে বলেন, কেউ যদি আমাদের সামনে কিংবা বাদ্যযন্ত্রের কাছাকাছি আসার চেষ্টা করেন, তবে আমরা অবিলম্বে অনুষ্ঠান বন্ধ করে দেবো। আমরা শ্রোতাদের সবসময় সম্মান করি, কিন্তু আপনারা জানোয়ারগিরি করছেন। এরপর তিনি সেখানে উপস্থিত সকল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বারবার অনুরোধ করেন। তবে জনতাকে শান্ত করা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত অনুষ্ঠানটি আর চালিয়ে যাননি এই শিল্পী। পরবর্তীতে দেখা যায় তিনি এবং তার দলের সকল সদস্যরা নিরাপত্তার কথা ভেবে মঞ্চ থেকে নেমে যাচ্ছেন।
আরআই/টিএ