টি-টোয়েন্টি ক্রিকেটে বরাবরই আলোচনায় থাকেন সাব্বির রহমান। ‘ব্যাড বয়’ হিসেবে বেশ খ্যাতিও আছে সাব্বিরের। বিপিএলের সর্বশেষ আসরে কিছু ইনিংসে ঝলক দেখিয়েছিলেন যদিও। তবে লম্বা সময় ধরে বন্ধ থাকা জাতীয় দলের দরজাটা খোলেনি।
নতুন মৌসুমে ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেই নিজেকে মেলে ধরেছেন সাব্বির। ১০ বলে ২১ রানের ক্যামিও খেলে দলকে জিতিয়ে ছেড়েছেন মাঠ। ফিনিশারের ভূমিকায় ছিলেন দারুণ সাবলীল।
সাব্বিরকে কি ফিনিশার হিসেবেই খেলাবে ঢাকা? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেছেন, ‘আপনারা সাব্বিরকে কী রোলে দেখতে চান, আমি জানি না। ওর সাথে আমার ক্যারিয়ার লম্বা। শুরু থেকেই সে আমার সাথে ছিল। আমি অধিনায়ক ছিলাম, এসএ গেমসে। প্রিমিয়ার লিগেও গাজীতে ছিলাম। আমি জানি তার সামর্থ্য কী।
আমার দরকার দলে কীভাবে কাজে আসবে। যদি উপরে দরকার হয় উপরে যাবে। টি-টোয়েন্টি ম্যাচে ১০ রান করে ম্যাচ জেতালে ১০০ রান করার সমান, এমন না যে প্রতিদিন ৫০-৬০ রান করতে হবে। আমাদের লক্ষ্য ম্যাচ জেতা, ম্যাচ জেতার জন্য যাকে যে জায়গায় দরকার সেভাবে আমরা ব্যবহার করব।’
আসরে নিজেদের প্রথম ম্যাচে ৫ উইকেটে জিতেছে ঢাকা ক্যাপিটালস। আগে ব্যাট করতে নেমে ১৩২ রান তোলে রাজশাহী ওয়ারিয়র্স। ৫ উইকেট এবং ৭ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় ঢাকা।
আইআর/টিএ