ক্যারিয়ার যেমন দায়িত্ব, তেমনই সংসার ও সন্তানের দেখাশোনাও কর্তব্য: কোয়েল মল্লিক
মোজো ডেস্ক 09:26AM, Dec 28, 2025
টলিউডের শীর্ষনায়িকা এবং একইসাথে একজন দায়িত্বশীল মা কোয়েল মল্লিক, যিনি নিজের পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার জন্য অনেকের কাছেই আদর্শ, এবার কর্মজীবী নারীদের জন্য এক বাস্তববাদী বার্তা দিলেন।
তিনি স্পষ্ট করে দিলেন যে, সাফল্যের দোহাই দিয়ে সংসারের দায়িত্ব এড়িয়ে যাওয়া বা সংসারের দোহাই দিয়ে কাজে ফাঁকি দেওয়া-কোনোটাই গ্রহণযোগ্য নয়।
কোয়েল মল্লিক বলেন, "ক্যারিয়ার যেমন দায়িত্ব, তেমনই সংসার ও সন্তানের দেখাশোনাও কর্তব্য। কোথাও ফাঁকি বা অজুহাতের জায়গা নেই।"
অনেকেই মনে করেন, একসঙ্গে দুই দিক সামলানো অসম্ভব। কিন্তু কোয়েলের মতে, এটি কেবল মানসিকতার ব্যপার। তিনি বিশ্বাস করেন, একজন নারী চাইলেই তাঁর কর্মক্ষেত্রে ১০০ শতাংশ দেওয়ার পাশাপাশি সন্তান ও পরিবারকেও সমান যত্ন করতে পারেন। এর জন্য প্রয়োজন কেবল সদিচ্ছা আর সঠিক সময় ব্যবস্থাপনা। অজুহাত না খুঁজে দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার এই মানসিকতাই তাঁকে আজকের 'সুপারওম্যান' করে তুলেছে।