বিদায়ের পথে ২০২৫ সাল। পেছনের দিকে তাকালে দেখা যায়, এ বছর বাংলাদেশের সংগীতাঙ্গন ছিল যেমন প্রাণবন্ত, তেমন বৈচিত্র্যময়। চলচ্চিত্র, নাটক, ওটিটি- কিংবা কোক স্টুডিও বাংলার মতো বড় আয়োজন শ্রোতাদের উপহার দিয়েছে শ্রোতাপ্রিয় অসংখ্য গান।
বছরজুড়ে নতুন গানের এই জয়জয়কার হলেও বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্ম, ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার দৌলতে শ্রোতাদের মন ছুঁয়েছে এমন কিছু গানের সন্ধান মিলেছে। বছরজুড়ে আলোচনায় আসা মাত্র ১০ টি গানই এবার এই প্রতিবেদনের মূল বিষয়।
১. লিচুর বাগানে
‘তাণ্ডব’ সিনেমার এই গানটি এ বছরের অন্যতম বড় চমক। সুর ও সংগীতায়োজনে মুন্সিয়ানা দেখিয়েছেন প্রীতম হাসান। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জেফার রহমান, মঙ্গল মিয়া ও আলেয়া বেগম। ভিন্নধর্মী গায়কী ও রিদম গানটিকে বছরের আলোচিত গানে পরিণত করেছে।
২. চাঁদমামা
‘বরবাদ’ সিনেমার ‘চাঁদমামা’ গানটি এ বছরের শীর্ষ জনপ্রিয় গানের তালিকায় রয়েছে। প্রীতম হাসানের সুর ও সংগীতে গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন অদিতি রহমান দোলা। মুক্তির পর থেকেই তরুণ প্রজন্মের প্লে-লিস্টে জায়গা করে নেয় এই গানটি।
৩. গুলবাহার
সংগীতশিল্পী ঈশান মজুমদারের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ‘গুলবাহার’ গানটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে শ্রোতাদের। ঈশান মজুমদারের কথা ও সুরে এই গানে কণ্ঠ দিয়েছেন তিনি নিজে এবং শুভেন্দু দাস শুভ। ইউটিউবে গানটির ভিউ ইতোমধ্যে ৩ কোটি ছাড়িয়ে গেছে।
৪. কন্যা
‘জ্বীন-থ্রি’ সিনেমার জন্য তৈরি এই গানটি ইমরান ও কনা জুটির আরও একটি সফল কাজ। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। রোমান্টিক ঘরানার এই গানটি সিনেমা মুক্তির আগে থেকেই দর্শক-শ্রোতাদের মাঝে দারুণ আলোড়ন তোলে।
৫. মহাজাদু
কোক স্টুডিও বাংলার এবারের আসরের অন্যতম সফল গান ‘মহাজাদু’। দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও মেহেরনিগরি রুস্তমের কণ্ঠে এই গানটি সব ধরনের শ্রোতাদের মাঝে সমাদৃত হয়েছে। এর সুর ও সংগীতায়োজন আধুনিক ও ক্ল্যাসিকাল ঘরানার মিশেলে তৈরি।
৬. বাজি
কোক স্টুডিও বাংলার আরেকটি সফল পরিবেশনা ‘বাজি’। প্রতিভাবান সংগীত পরিচালক ইমন চৌধুরী এবং লোকজ সুরের জাদুকর হাশিম মাহমুদের কণ্ঠে গানটি শ্রোতাদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। লোকসংগীতের আধুনিক উপস্থাপনা ছিল গানটির মূল আকর্ষণ।
৭. লং ডিস্ট্যান্স লাভ
কোক স্টুডিও বাংলার সিজন থ্রি-এর এই গানটি মূলত এর কথার জন্য জনপ্রিয়তার শীর্ষে ছিল। অঙ্কন কুমার রায়, আফরিন এবং শুভেন্দু দাস শুভর যৌথ কণ্ঠে গানটি প্রাণ পেয়েছে। বিশেষ করে গানে শুভেন্দুর গিটার ও সায়ান চৌধুরী অর্ণবের পিয়ানোর কাজ ছিল প্রশংসনীয়।
৮. একটুখানি মন
‘দাগি’ সিনেমার টাইটেল ট্র্যাক হিসেবে ব্যবহৃত হয়েছে এই গানটি। জনপ্রিয় শিল্পী তাহসান রহমান খান ও মাশা ইসলামের কণ্ঠে দ্বৈত এই গানটি সাজিদ সরকারের সংগীতায়োজনে এক অনন্য মাত্রা পেয়েছে। কবি ও কথাসাহিত্যিক সাদাত হোসাইনের কথায় গানটি এ বছরের অন্যতম জনপ্রিয় মেলোডিয়াস গান।
৯. মন গলবে না
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এ বছর গানেও চমক দেখিয়েছেন। তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ফড়িং ফিল্মস থেকে মুক্তি পায় ‘মন গলবে না’। কবির বকুলের কথায় ইমরানের সুর ও সংগীতে গানটিতে ফারিণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান নিজেই। গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়।
১০. এই অবেলায়-২
দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’-এর কালজয়ী গান ‘এই অবেলায়’-এর সিক্যুয়েল ছিল এ বছরের বহুল প্রতীক্ষিত একটি কাজ। প্রায় ১০ মিনিটের দীর্ঘ এই গানটির কথা লিখেছেন জিয়াউর রহমান এবং সুর করেছেন কাজী আহমেদ শাফিন। ব্যান্ডের বর্তমান ভোকাল শেখ ইশতিয়াকের কণ্ঠে গানটির আবেগ একই হলেও পাওয়া গেছে নতুনত্বের স্বাদ।
উল্লেখ্য, ২০২৫ সালের এই সেরা গানগুলোর তালিকায় মেলোডি, ফোক, রক এবং পপ; সব ঘরানারই উপস্থিতি ছিল লক্ষণীয়। এবার দেখার বিষয়, আগামী বছর গানের জগতে আর কি কি চমক অপেক্ষা করছে শ্রোতাদের জন্য।
কেএন/টিকে