সিলেট পর্ব দিয়ে শুরু হয়েছিল বিপিএল, ইতোমধ্যে প্রথম দুই দিনের খেলাও সম্পন্ন হয়েছে। আসরের দ্বিতীয় দিন গতকাল (শনিবার) রাতের ম্যাচটি ছিল বেশ রোমাঞ্চকর। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচে নাটকীয়তা শেষে ১ উইকেটে জিতেছে সিলেট টাইটান্স। যেখানে ম্যাচের ফল পেতে ১ বলে ১ রান দরকার ছিল, উইকেটও বাকি একটি। এরপর শেষ হাসি হাসে স্বাগতিকরা।
নোয়াখালীর বিপক্ষে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন খালেদ আহমেদ। খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজের বোলিং নিয়ে খালেদ বলেন, ‘প্রথম ম্যাচে এতটা (ভালো বোলিং) হয়নি।
আজকে (দ্বিতীয় ম্যাচে) আত্মবিশ্বাসী ছিলাম, পাওয়ারপ্লেতে বল করলে যেন দলকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। আমাকে অধিনায়ক আত্মবিশ্বাস দিয়েছে, আমি আমারটা দেওয়ার চেষ্টা করেছি।’
এবারের বিপিএলে প্রথম হ্যাটট্রিক করেছেন মেহেদী হাসান রানা। তার হ্যাটট্রিক পূর্ণ হওয়া বলে আউট হন খালেদ। এজন্য ঠিকঠাক টাইমিং না হওয়ার অজুহাত দিলেন তিনি, ‘দেখেন শেষ দিকে খেলা। আমি ছয় মেরে দিলে তো খেলা শেষ হয়ে যাবে। আমি চেষ্টা করেছি যেন ছয়টা হয়। হয়তো মিস টাইমিং হয়ে গেছে। টাইমিং হলে ছয়টা হয়ে যেত।’
পুরো ম্যাচে স্বাগতিক টাইটান্স সিলেটি দর্শকদের সমর্থন ও উন্মাদনায় মেতেছে। এই প্রসঙ্গে পেসার খালেদ বলেছেন, ‘গতকাল হারার পর আমি বাইরে গিয়েছিলাম। সবাই আমার সঙ্গে কথা বলেছে, আফসোস করছিল, জিততে পারলে ভালো হতো। আমি বলে এসেছিলাম ইনশাআল্লাহ আজকে জিতব। আলহামদুলিল্লাহ সবাই সাপোর্ট করেছে। সিলেটে সবসময় দর্শক হয়। এরকম ভালো খেলা হলে দর্শক হয়। মাঠে দর্শক থাকলে খেলতেও ভালো লাগে তো আমি চেষ্টা করেছি।’
টিজে/টিকে