রাশমিকা মান্দানাকে নিয়ে নতুন কোনো সিনেমা মানেই বাড়তি আগ্রহ। আর সেই আগ্রহ যখন নতুন ছবি মাইসাকে ঘিরে, তখন প্রত্যাশার পারদ আরও বাড়বে-এটাই স্বাভাবিক। অনলাইনে ছবিটির প্রথম ঝলক প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও চলচ্চিত্র মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। বহু প্রতীক্ষিত সেই ফার্স্ট লুক অবশেষে সামনে আসতেই স্পষ্ট-রাশমিকা এবার হাজির হচ্ছেন তার ক্যারিয়ারের অন্যতম শক্তিশালী ও ভিন্ন এক অবতারে।
ফার্স্ট লুক প্রকাশের পর নানা মহলের প্রতিক্রিয়ার ভিড়ে বিশেষভাবে নজর কেড়েছেন নির্মাতা হোমি আদাজানিয়া। বর্তমানে তিনি রাশমিকার সঙ্গে কাজ করছেন আসন্ন হিন্দি ছবি ককটেল ২-এ। সামাজিক যোগাযোগমাধ্যমে মাইসা থেকে রাশমিকার লুক শেয়ার করে হোমি লিখেন, ‘এটাই রাশমিকা। যার অভিনয়ের আমি ভক্ত।’
মাইসার প্রথম ঝলকে রাশমিকাকে দেখা গেছে একেবারে নতুন এক রূপে-যেখানে তার উপস্থিতি শক্তিশালী। এটি একটি ইমোশনাল অ্যাকশন থ্রিলার, যা দর্শকদের নিয়ে যাবে আরও অন্ধকার ও তীব্র এক আবহে। প্রকাশিত দৃশ্যগুলো ইঙ্গিত দেয়, ছবিটি অভিনয়নির্ভর গল্প বলার ওপর বিশেষ জোর দিচ্ছে। পুষ্পা, অ্যানিমাল, ছাভা ও থম্মা-একটির পর একটি সফল ছবির পর রাশমিকা যে ধারাবাহিকভাবে নিজেকে নতুন করে প্রমাণ করে চলেছেন, মাইসা তারই আরেকটি উদাহরণ হতে পারে। উল্লেখযোগ্যভাবে, তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি দ্য গার্লফ্রেন্ডও দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।
ছবিটি প্রযোজনা করছে আনফর্মুলা ফিল্মস এবং পরিচালনা করেছেন রবীন্দ্র পুল্লে। আদিবাসী অধ্যুষিত অঞ্চলের পটভূমিতে নির্মিত মাইসা শুধু একটি অ্যাকশন থ্রিলারই নয়, বরং শক্তিশালী গল্পও। অনেকের মতে, এ ছবিটি রাশমিকার ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। অন্যদিকে, রাশমিকার ঝুলিতে রয়েছে আরেকটি বহুল প্রতীক্ষিত হিন্দি প্রজেক্ট-ককটেল ২।
আরআই/টিএ