আবারও প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের বর্ধিত সময় অনুযায়ী আগামী ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধন কার্যক্রম করা যাবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময়সীমা বাড়ানোর অনুরোধের এসেছে দেশে এবং দেশের বাইরে থেকে। তাই কমিশন ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছ।
এদিকে ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, এ পর্যন্ত নিবন্ধন ছাড়িয়েছে ১০ লাখ ৫১ হাজার।
আরপি/এসএন