বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে যিনি ফ্যাশনের প্রশ্নে বারবার আলোচনায় উঠে আসেন, তিনি জাহ্নবী কাপুর। প্রতি বছরই বিনোদন দুনিয়ায় নতুন নতুন ফ্যাশন ধারা আসে, আর সেই ধারার অন্যতম মুখ হয়ে উঠেছেন শ্রীদেবীকন্যা। দুই হাজার পঁচিশ সাল জুড়েই পোশাক ও উপস্থিতির ভিন্ন ভিন্ন রূপে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি।
জাহ্নবীর সাজগোজে বরাবরই গুরুত্ব পায় ঐতিহ্য। শাড়ি, লেহেঙ্গা কিংবা ঘাগড়া-চোলিতে দেশীয় কারুকাজ, সূক্ষ কাজ আর ভারতীয় সৌন্দর্যকে আধুনিকভাবে তুলে ধরতেই তিনি বেশি স্বচ্ছন্দ। ফ্লোরাল নেট শাড়িতে কখনও লাস্যময়ী, আবার ভেলভেটের শাড়ি ও বন্ধগলা ব্লাউজে হয়ে উঠেছেন রাজকীয়। ভারী গয়না, পরিমিত মেকআপ আর খোঁপা বাঁধা চুলে তার এই রূপ দর্শকের চোখে পড়ার মতো।
একই সঙ্গে পশ্চিমী পোশাকেও নিজের আলাদা ছাপ রেখেছেন জাহ্নবী। স্লিট কাট লং ড্রেস, অফশোল্ডার পোশাক কিংবা পোলকা ডটের গাউনে তিনি যেমন আত্মবিশ্বাসী, তেমনই আবেদনময়ী। সাদা ও সি-গ্রিন রঙের স্লিট পোশাকে কিংবা গোলাপি ফ্লোরাল নকশার ড্রেসে তাঁর উপস্থিতি বারবার অনুরাগীদের মন কাড়ে। মানানসই মেকআপ, চুলের ছাঁট আর মিনিমাল গয়নায় এই লুকগুলো আরও পরিপূর্ণ হয়ে ওঠে।
কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে পারিবারিক অনুষ্ঠান কিংবা ইন্ডাস্ট্রির বিয়ের আসর প্রতিটি জায়গাতেই জাহ্নবীর পোশাকে দেখা যায় ভিন্নতা। নুডল স্ট্র্যাপ ব্লাউজ, পুতি ও বিডসের কাজ করা লেহেঙ্গা, সূক্ষ নকশার ওড়না কিংবা মোডাল সিল্কের ব্লাউজ ও স্কার্টে দেশীয় শিল্পের ছাপ ফুটিয়ে তুলতে তিনি কখনও পিছপা হননি। শিফন, জর্জেট কিংবা বিভিন্ন অঞ্চলের কারুশিল্প তার পোশাকে জায়গা পেয়েছে বারবার।
গোলাপি লেহেঙ্গা ও নেটের ওড়নায় সাদা সুতোর কাজ, কিংবা সাদা রঙের আধুনিক পোশাকে দুই হাজার পঁচিশ সাল জুড়ে এভাবেই ফ্যাশনিস্তা হয়ে উঠেছেন কাপুরকন্যা। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে জাহ্নবী কাপুর যেন নিজেই হয়ে উঠেছেন সময়ের ফ্যাশনের এক জীবন্ত সংজ্ঞা।
আরপি/এসএন