আইকনিক ‘ডন’ মানেই প্রথমে অমিতাভ বচ্চন, তারপর শাহরুখ খান। সেই উত্তরাধিকারের ভার এবার কার কাঁধে উঠবে, তা নিয়েই উত্তাল বলিউড। রণবীর সিং হঠাৎ করেই ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোর পর প্রশ্নের মুখে পড়ে যায় ফারহান আখতারের মেগাবাজেট প্রকল্প। ঠিক সেই সময়েই নতুন করে আলোচনায় উঠে এল হৃতিক রোশনের নাম।
গুঞ্জন বলছে, রণবীরের জায়গায় এবার ‘ডন’ হয়ে ফিরতে পারেন হৃতিক। বিষয়টি একেবারে নতুন নয়। ‘ডন ২’ ছবিতে শাহরুখের ছদ্মবেশী দৃশ্যে ক্যামিও চরিত্রে দর্শক ইতিমধ্যেই হৃতিককে দেখেছে। সেই ছোট উপস্থিতিই যেন আজকের এই জল্পনার ভিত্তি। অনেকের ধারণা, সেই সূত্র ধরেই এবার পুরো ছবির ভার তাঁর কাঁধে তুলে দিতে চাইছেন নির্মাতারা।
রণবীরের সরে দাঁড়ানোর নেপথ্যেও রয়েছে আলাদা গল্প। শোনা যায়, ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের পর তিনি সিনেমা বাছাইয়ে আরও সতর্ক হয়েছেন। দীর্ঘ সময় পর কেরিয়ারে স্বস্তি ফেরায়, টানা গ্যাংস্টার চরিত্রে অভিনয় করতে আর আগ্রহী নন অভিনেতা। একসময় ঠিক থাকলেও শেষ পর্যন্ত ‘ডন ৩’ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। ফলে নতুন নায়কের খোঁজে নামে ছবির টিম।
এই পরিস্থিতিতে হৃতিকের নাম সামনে আসতেই অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। কারণ এক সাক্ষাৎকারে ফারহান আখতার নিজেই জানিয়েছিলেন, শাহরুখের আগেও ‘ডন’ চরিত্রে তাঁর প্রথম পছন্দ ছিলেন হৃতিক। সেই পুরনো ইচ্ছেই কি এবার বাস্তবের রূপ নিতে চলেছে? যদিও এখনও পর্যন্ত হৃতিক বা নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সব মিলিয়ে ‘ডন ৩’ এখন জল্পনা আর প্রত্যাশার মাঝখানে দাঁড়িয়ে। রণবীরের সরে যাওয়া ছবির গতিপথ বদলে দিলেও, হৃতিকের সম্ভাব্য আগমন যেন নতুন করে উত্তেজনার পারদ চড়াচ্ছে। শেষ পর্যন্ত ‘ডন’ হয়ে কে ফিরবেন, তা জানতে অপেক্ষাই একমাত্র ভরসা।
এমকে/টিএ