নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যশোর জেলা শাখার সাবেক সহ-সভাপতি ও সেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম মাস্টারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে সদরের সুলতানপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রফিকুল সদর উপজেলার সুলতানপুর উত্তরপাড়া গ্রামের আবু মোতালেবের ছেলে এবং সুলতানপুর নুরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ডিবি পুলিশের এসআই আবু হাসান ও অলোক কুমার দে’র নেতৃত্বাধীন একটি আভিযানিক টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ডিবি জানিয়েছে, তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় একটি মামলা চলমান রয়েছে। ২০২৪ সালের ২৩ নভেম্বর অ্যাডভোকেট মুন্সী মো. মঞ্জুরুল মাহমুদ কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বোমা হামলা চালানো হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হন। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যশোর জেলা শাখার সাবেক সহ-সভাপতি রফিকুল মাস্টারসহ আওয়ামী লীগের ৯৫ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
এসএস/এসএন