খলিস্তানি ও বিষ্ণোই গ্যাংয়ের একাধিক হামলার পর কানাডায় কপিল শর্মার ক্যাফে ঘিরে তৈরি হয়েছিল আতঙ্ক আর অনিশ্চয়তা। সদ্য উদ্বোধনের পরই গুলিতে ঝাঁঝরা হয়ে যায় রেস্তরাঁর কাচের দেওয়াল। একের পর এক হামলায় সেই অধ্যায় হয়ে উঠেছিল অভিশপ্ত স্মৃতি। তবে সব ভয় ও বাধা পেরিয়ে নতুন বছরের ঠিক আগ মুহূর্তে ব্যবসায়িক পরিসর আরও বিস্তৃত করলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা।
বছরের শেষ দিনে, ৩১ ডিসেম্বর দুবাইতে নতুন ‘ফুড জয়েন্ট’ খুলেছেন কপিল শর্মা। বর্ষবরণের আগের রাতে দুবাই থেকেই নিজের নতুন ক্যাফের ঝলক শেয়ার করেন তিনি। কপিলের কমেডি শোর আদলেই সাজানো হয়েছে রেস্তরাঁর অন্দরসজ্জা। নতুন বছরের আনন্দে অতিথিদের জন্য রাখা হয়েছে বিশেষ আয়োজন।
ভিডিওতে দেখা যায়, কপিল নিজেই অতিথিদের কফি পরিবেশন করছেন। ক্যাফের দরজা খোলা রাখা হয়েছে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত। নতুন উদ্যোগের খবর পেয়ে শুভেচ্ছা জানিয়েছেন কমেডিয়ান ভারতী সিংসহ বিনোদন অঙ্গনের অনেকে।
এর আগে কানাডার ক্যাফেতে হামলা প্রসঙ্গে কপিল শর্মা জানিয়েছিলেন, হামলার পরও ব্যবসায় ভাটা পড়েনি। বরং কৌতূহল ও সমর্থনের কারণে ক্রেতার সংখ্যা বেড়েছে। সেই অভিজ্ঞতার পরই কি ব্যবসা নিরাপদ রাখতে মধ্যপ্রাচ্যে নতুন ঠিকানা বেছে নিলেন তিনি এ প্রশ্ন উঠছে বিনোদন মহলে।
এমকে/টিএ